Header Ads Widget

Responsive Advertisement

বাবা ও ছেলের এক আবেগময় গল্প!





আমার নাম রাকিব। আমি দশম শ্রেণীতে  পড়ি।আমার বন্ধুরা সবাই বাইক কিনেছে। আমার শুধু একটা পুরনো সাইকেল আছে। আমি বাবাকে বললাম বাবা আমার নতুন বাইক লাগবে। বাবা বলল এখন না বাবা পরে কিনে দিবানে। আমি জেদ ধরলাম আমাকে তাড়াতাড়ি কিনে দিতে হবে। আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম। রাগ করে একদিন বাবার পকেট থেকে  মানিব্যাগটা নিয়ে বাবার সেন্ডেল পড়ে বাসস্ট্যান্ডের দিকে রওনা হলাম। পথে যেতে যেতে দেখি পায়ের নিচে কি রকম যেন ভেজা ভেজা লাগছে। নিচে তাকিয়ে  দেখি পা থেকে রক্ত বের হচ্ছে। বাবার স্যান্ডেলে লোহার তার দিয়ে সেলাই করা। তারের একটা কোনা আমার পায়ের ভিতর ঢুকে গেছে। তাই রক্ত বের হচ্ছে। বাসস্ট্যান্ডে যাওয়ার পর বেঞ্চের উপর বসে। বাবার মানি ব্যাগটা খুলতেই দেখি। ভিতরে দশ টাকার দুটো নোট আর সাদা কাগজের একটা চিঠি। চিঠিটা পড়ে দেখি বাবা আমাকে যে,গতবছর ল্যাপটপ কিনে দিয়েছিল। সেই দেনার টাকা এখনো পরি শোধ করতে পারেনি। আর কাগজের নিচে দেখি একটা প্রেসক্রিপশন  বাবা তার একটা কিডনি বিক্রি করে দিয়েছে। আমি দৌড়ে বাবার কাছে ছুটে যাচ্ছি। এখন আর পায়ে ব্যথা করছে না। আমি জানি বাবা এখন কোথায় আছে। আমি যেয়ে দেখি বাবা বাইকের দোকানের সামনে। আমি বাবাকে জড়িয়ে ধরলাম। আর কাঁদতে 😭😭কাঁদতে বললাম বাবা আমার বাইক চাইনা।আমার শুধু তোমাকে চাই।              বাবারা তাদের সর্বোচ্চ চেষ্টা করে। যাতে তার সন্তানের আবদার পূরণ করতে পারে। নিজে ছেঁড়াফাটা জামা কাপড় পড়ে। তার সন্তানকে নতুন জামা কাপড় কিনে দেয়। ভালো থাকুক সেই সব বাবারা।                              আর আপনাকে বলছি। আপনার বাবা কে সম্মান করতে শিখুন।

Post a Comment

0 Comments